তিন ইউএনওকে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ আগস্ট, ২০১৫ ১৯:৫৭:২৪
ঢাকা: তিন উপজেলা নির্বাহী অফিসারকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এরা তিন জন গাজীপুর, রংপুর ও ঠাকুরগাঁওয়ে কর্মরত ছিলেন।
এদের মধ্যে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার নির্বাহী অফিসার হাবিবুর রহমানকে শ্রম ও কর্মসংস্থান সচিবের একান্ত সচিব করা হযেছে এবং রংপুর ক্যান্টনমেন্ট বোর্ডের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ মকবুল হোসেনকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বরিশাল বিভাগীয় কমিশনারে কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া, ঠাকুরগাঁও উপজেলার নির্বাহী অফিসার নাজমুল হুদাকে রংপুর ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার হিসাবে পদায়নেরর জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/২০আগস্ট/এইচআর/ইএস)