বিনিয়োগ বোর্ডের উপপরিচালক হলেন আইরীন ফারজানা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ আগস্ট, ২০১৫ ২০:৩৩:২৯
ঢাকা: নরসিংদী জেলার পলাশ উপজেলার নির্বাহী অফিসার বেগম আইরীন ফারজানাকে বিনিয়োগ বোর্ডের উপপরিচালক করা হয়েছে।
রবিবার জনপ্রশাস মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
বিনিয়োগ বোর্ডের উপপরিচালক খন্দকার সাদিয়া আরেফীনকে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে পদায়নের জন্য চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিবালয়ে অধিশাখায় ন্যস্ত করা হযেছে।
অপরদিকে বিদ্যুৎ বিভাগের উপসচিব নীলরতন সরকারের (ক্যাডার বহির্ভূত) সংযুক্তি প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২৩আগস্ট/এইচআর/এমএম)