logo ০২ মে ২০২৫
রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে স্ট্যান্ড রিলিজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ আগস্ট, ২০১৫ ১৫:২৯:২৬
image

ঢাকা: স্ট্যান্ড রিলিজ করা হলো ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) হওয়া রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হায়াতকে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি চিঠিতে আজ মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে তাঁর কর্মস্থল ছেড়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকায় যোগদান করতে বলা হয়েছে ওই কর্মকর্তাকে। এ সময়ের মধ্যে তিনি বোর্ড চেয়ারম্যানের পদ না ছাড়লে তা এমনিতেই ফাঁকা  হয়ে যাবে।


সোমবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।


এর আগে শনিবার সকালে বোর্ড চেয়ারম্যানের ব্যবহৃত সরকারি গাড়িটি নিয়ে আবুল হায়াত তদবির করতে ঢাকায় যান। এরপর ঢাকায় থেকেই তিনি গত রবিবার তিন দিনের এক ছুটির আবেদন করেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে। এতে তিনি ব্যক্তিগত কারণে ২৩-২৫ আগস্ট পর্যন্ত ঢাকায় থাকবেন বলেও উল্লেখ করেন।


প্রসঙ্গত, গত ২০ আগস্ট রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান আবুল হায়াতকে ওএসডি করা হয়। তাঁর বিরুদ্ধে চেক জালিয়াতি ও নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ উঠে। এসব অভিযোগের ভিত্তিতেই মাত্র ছয় মাসের ব্যবধানেই তাঁকে বোর্ড চেয়ারম্যান পদটি হারাতে হলো।


(ঢাকাটাইমস/২৫আগস্ট/জেবি)