logo ০২ মে ২০২৫
ডিসিসি দক্ষিণে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ আগস্ট, ২০১৫ ১৮:৪৮:৩১
image

ঢাকা: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত (অতিরিক্ত সচিব) খান মোহাম্মদ বিল্লালকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে দেয়া হয়েছে। অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনছার আলী খানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।


মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে।


বাংলাদেশ পযর্টন করপোরেশনের পরিচালক শহীদুল হক ভুইঞাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।


এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা রহমান শম্পাকে একই পদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দেয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসককের কার্যালয়ে সহকারী কমিশনার আব্দুল্লাহ-আল- মামুনকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৫ আগস্ট/এইচআর/জেবি)