৩০ জেলা রেজিস্ট্রারের পদন্নোতি-বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ আগস্ট, ২০১৫ ১৭:২১:২৫

ঢাকা: ১৪ সাব-রেজিস্ট্রারকে জেলা রেজিস্ট্রার হিসাবে পদোন্নতি এবং ১৬ জেলা রেজিস্ট্রারকে বিভিন্ন জেলায় বদলি করেছে আইন মন্ত্রণালয়।
সোমবার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত ১৪ জেলা রেজিস্ট্রারের মধ্যে আনন্দ বর্মণকে নাটোরে, মো. শাহজাহান সরদারকে লক্ষীপুরে, মো. আব্দুস সালাম প্রামানিককে নীলফামারীতে, মাহফুজুর রহমান খানকে ব্রাহ্মণবাড়িয়ায়, আনোয়ারুল হক চৌধুরীকে গোপালগঞ্জে, মো. মোহছেন মিয়াকে মাগুরায়, দ্বীপক কুমার সরকারকে রাজবাড়ীতে, সরকার লুৎফুল কবীরকে লালমনিরহাটে, আব্দুর রেজ্জাককে চাঁপাইনবাবগঞ্জে, মো. রফিকুল ইসলামকে পঞ্চগড়ে, শেখ মো. হাবিবুল্লাকে নড়াইলে, মুনশী মোখলেছুর রহমানকে ঝালকাঠিতে, সৈয়দা রওশন আরাকে হবিগঞ্জে এবং মিশন চাকমাকে মেহেরপুর জেলায় পদায়ন করা হয়েছে।
এছাড়া জেলা রেজিস্ট্রার হিসাবে কর্মরতদের মধ্য থেকে ভোলার বি.এম. মোসাদ্দেক হোসেনকে ময়মনসিংহে, রাজবাড়ীর হাসিনা বেগমকে টাঙ্গাইলে, সিরাজগঞ্জের আবুল কালাম শেখকে সুনামগঞ্জে, কিশোরগঞ্জের শেখ মো. আনোয়ারুল হককে মাদারীপুরে, মাদারীপুরের নাজমা ইয়াসমিনকে খুলনায়, মেহেরপুরের মো. আব্বাস আলী মন্ডলকে গাইবান্ধায়, গোপালগঞ্জের মো. শাহাবুদ্দিন তালুকদারকে নোয়াখালীতে, নোয়াখালীর সৈয়দ মজিবর রহমানকে সিরাজগঞ্জে, মাগুরার মো. সিরাজ উদ্দিন খানকে শরীয়তপুরে, মৌলভীবাজারের আলী আহম্মেদকে চট্টগ্রামে, চট্টগ্রামের মুশতাক আহমেদকে কুষ্টিয়ায়, কুষ্টিয়ার শামীমা সুলতানাকে চাঁদপুরে, চাঁদপুরের আব্দুল জলিলকে ঢাকায়, সাতক্ষীরার মো. আব্দুল লতিফকে নওগাঁয়, নওগাঁর মো. শফিকুর রহমান সরদারকে মৌলভীবাজারে এবং ঝিনাইদহের তাসলিমা পারভীনকে সাতক্ষীরায় বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩১আগস্ট/এইচআর/এমআর)