নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ আগস্ট, ২০১৫ ১৮:৫৭:০০
ঢাকা: ভেজাল রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দুই কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্টেটের ক্ষমতা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, নিরাপদ খাদ্য আইনের অধীনে প্রশাসন ক্যাডারের দুই কর্মকর্তাকে The code Criminal procedure . 1898 এর ১০(৫) ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পনপূর্বক মোবাইল কোট আইন, ২০০৯ এর ৫ ধারা অনুযায়ী বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিচালক আবু সাঈদ মো. নোমান ও পরিচালক ডা. মো. খালেদ হোসেনকে সারাদেশে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
(ঢাকাটাইমস/৩০আগস্ট/এইচআর/জেবি)