logo ০১ মে ২০২৫
প্রশাসনে ১৪ উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ সেপ্টেম্বর, ২০১৫ ১৬:২২:৪৪
image

ঢাকা: প্রশাসনে উপসচিব পদে ১৪ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।


রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা হাফিজুর রহমান খানকে বিদ্যুৎ বিভাগের উপসচিব করা হয়েছে।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের উপসচিব ফজলুল করিমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব করা হয়েছে।


জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা খ.ম. রফিকুল ইসলামকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে উপসচিব করা হয়েছে।


সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব রেজাউল করিমকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।


বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব বেগম শিরিনা দেলহুরকে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা ড. মো. আব্দুল মান্নানকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব করা হয়েছে।


রিচিং আউট অব স্কুল চিলড্রেন শীর্ষক প্রকল্পের উপ-পরিচালক ফজলুর রহমানকে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা ড.ফজলে রাব্বি সাদেক আহমেদকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা বেগম উম্মে সালমা তানজিয়াকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা আবদুর রশীদকে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার আহমেদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রিচিং আউট অব স্কুল চিলড্রেন (ROSC) শীর্ষক প্রকল্পের উপপরিচালক করা হয়েছে।


পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিপুল চন্দ্র বিশ্বাসকে বাংলাদেশ নৌ-পরিবহন কর্পোরেশনের সচিব করা হয়েছে।


সেতু বিভাগের উপপরিচালক এস এম লাবলুর রহমানকে সেতু বিভাগের অতিরিক্ত পরিচালক করা হয়েছে।


ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. ফয়জুর রহমান ফারুকীকে শিক্ষা মন্ত্রণালয়ের Skill & Training Enhancement Project (STEP) শীর্ষক প্রকল্পের উপপরিচালক করা হয়েছে।


 (ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/এইচআর/এমআর)