সাত উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ সেপ্টেম্বর, ২০১৫ ২০:২২:৪০

ঢাকা: প্রশাসনের সাত উপসচিব পদে রদবদল করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
জন প্রশাসনের ওএসডি কর্মকর্তা মো. মাহমুদ কবীরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের বহুতল ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।
জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা গোলাম ফারুকীকে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মোহাম্মদ নায়েব আলীকে প্রাইভেটাইজেশন কমিশনের উপ-পরিচালক করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেয়া হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের উপসচিব কে এইচ রফিকুল ইসলামকে ভূমি আপিল বোর্ডের সচিব করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বদিউর রহমানকে আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলমেন্ট প্রজেক্ট শীর্ষক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপপরিচালক করা হয়েছে।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপপরিচালক রুপম আনোয়ারকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা করা হয়েছে।
এছাড়া নয় সিনিয়র সহকারী সচিব পদে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এইচআর/এমআর)