logo ০১ মে ২০২৫
৫ সহকারী কমিশনারকে ইউএনও পদে পদায়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ সেপ্টেম্বর, ২০১৫ ১৮:৪৮:৫৭
image

ঢাকা: প্রশাসনে পাচঁ সহকারী কমিশনারকে (ভূমি) উপজেলা নির্বাহী অফিসার পদে পদায়ন করে রংপুর বিভাগে ন্যস্ত করা হয়েছে।


মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এসব কর্মকর্তারা হলেন, চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারি কমিশনার এ কে এম রেজাউর রহমানকে উপজেলা নির্বাহী অফিসার পদে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


দিনাজপুর জেলা প্রশাসকের কাযালয়ে সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে উপজেলা নির্বাহী অফিসার পদে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার লুৎফর রহমানকে উপজেলা নির্বাহী অফিসার পদে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার তরফদার মাহমুদুর রহমানকে উপজেলা নির্বাহী অফিসার পদে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে এবং কুমিল্লা দাউদকান্দি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে উপজেলা নির্বাহী অফিসার পদে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার বিরোলা রানী রায়কে সহকারী কমিশনার পদে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/এইচআর/এআর/ ঘ.)