ছয় ইউএনও পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:৩৮:০৬

ঢাকা: প্রশাসনে ছয় ইউএনও পদে রদবদল করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
রাজশাহীর মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইয়াসিন আরেফিনকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-৩ শাখায় ন্যস্ত করা হয়েছে।
নাটোর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার আব্দুস সামাদকে উপজেলা নির্বাহী অফিসার পদে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
ঝিনাইদহ শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকারকে উপজেলা নির্বাহী অফিসার পদে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শওকত হোসেনকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-৩ অধিশাখায় ন্যস্ত করা হয়েছে।
বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আল-আমিনকে উপজেলা নির্বাহী অফিসার পদে পদায়নের লক্ষ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার মোহাম্মদ সেলিম রেজাকে উপজেলা নির্বাহী অফিসার পদায়নের লক্ষ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া বিনিয়োগ বোর্ডের উপপরিচালক খন্দকার সাদিয়া আরেফীনকে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এইচআর/এমআর)