প্রশাসনে উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:৫৮:১৪
ঢাকা: প্রশাসনে উপসচিব পদে তিনজনকে বদলি করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক এ এফ এম আমিনুল ইসলামকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা বেগম আলেয়া আক্তারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।
জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা মো. জাফর উল্লাহ খানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।
এছাড়া খাদ্য অধিদপ্তরের পরিচালক (সংগ্রহ বিভাগ) পদে ইলাহী দাদ খানকে তার অবসর উত্তর ছুটি বাতিল করে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৩ সেপ্টেম্বর/এইচআর/এমআর)