logo ৩০ এপ্রিল ২০২৫
প্রশাসনে আট কর্মকর্তাকে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:৫৯:৫০
image

ঢাকা: প্রশাসনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আট কর্মকর্তাকে প্রত্যাহার এবং একজনকে বদলি করা হয়েছে।


মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রশাসন থেকে এসব আদেশ জারি করা হয়।


ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেং দিনিং গভর্নেন্স ম্যানেজমেন্ট (কম্পোনেট বি. ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট মিস্টেম) শীর্ষক প্রকল্পের হিসাবরক্ষণ কর্মকর্তা প্রেষণে কর্মরত আখতার আহমেদ খানকে প্রত্যাহার করে তার চাকরি অর্থবিভাগে ন্যস্ত করা হয়েছে।


মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অতিরিক্ত উপ-মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নাজমুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক করা হয়েছে।


শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইউনিভাসিটি অব প্রফেশনালসের (বিইউপি) প্রেষণে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর ফিদা নুরকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের নিমিত্ত তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।


প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সহকারী সার্ভে সুপার পদে প্রেষণে সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জাকিরুল করিমকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের নিমিত্ত তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।


টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জুনিয়র কনসালট্যান্ট ডা. আবদুর রশিদকে গাজীপুরের সফিপুর ১০০ শয্যা বিশিষ্ট আনসার-ভিডিপি হাসপাতালের কার্ডিওলজিস্ট পদে বদলি করা হয়েছে।


১৫০ শয্যা বিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালের মেডিকেল অফিসার পদে প্রেষণে কর্মরত ডা. ডালিয়া হামিদকে প্রত্যাহার করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সংযুক্ত) থাকা কর্মকর্তা জামাল উদ্দীন আহমেদকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (তদন্ত ও শৃঙ্খলা) পদে প্রেষণে দেয়া হয়েছে।


১৫০ শয্যা বিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালের আবাসিক সার্জন পদে প্রেষণে কর্মরত ডা. গোলাম রাব্বানি চৌধুরীকে প্রত্যাহার করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি শীর্ষক সমাপ্ত প্রকল্পে (২য় পর্যায়ে) ছয় মাস বৃদ্ধি করা হয়েছে। একই সাথে তিন কর্মকর্তারও ছয় মাস বৃদ্ধি করা হয়েছে।


(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এইচআর/জেবি)