logo ০২ আগস্ট ২০২৫
ময়মনসিংহ মেডিকেলের নতুন পরিচালক নাছির উদ্দিন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ সেপ্টেম্বর, ২০১৫ ১৮:৫৩:০৩
image


ঢাকা: সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. নাছির উদ্দীন আহমদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে নিয়োগের নিমিত্তে তার চাকরি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. ফসিউর রহমানকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের নিমিত্তে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এইচআর/এমআর)