ডিসি ফিট লিস্ট: প্রথম দিনে ৫৪ জনের সাক্ষাৎকার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ সেপ্টেম্বর, ২০১৫ ২০:০৯:৪০
ঢাকা: জেলা প্রশাসক (ডিসি) পদে ফিট লিস্ট প্রথম দিনের সাক্ষাৎকার শেষ হয়েছে।
শুক্রবার সচিবালয়ে ২টা ৩০ মিনিটে মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে কর্মকর্তাদের সাক্ষাৎকার নেয়া শুরু হয়ে তা চলে রাত আটটা পর্যন্ত। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা এতে সভাপতিত্ব করেন।
জেলা প্রশাসক (ডিসি) পদে নতুন তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। নতুন ফিট লিস্ট করতে ১২৭ উপসচিবকে সাক্ষাৎকারের জন্য চিঠি দেয়া হয়েছে। প্রথম দিনে ফিট লিস্ট সাক্ষাৎকার দিযেছেন ৫৪ জন উপসচিব পদের কর্মকর্তা।
দুই দিনব্যাপী এই সাক্ষাৎকার শেষ হবে আগামীকাল শনিবার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ঢাকাটাইমস টোয়েন্টিাফোর ডটকমকে জানান, আজ শুক্রবার ৫৪ জন কর্মকর্তার সাক্ষাৎকার নেয়া হয়েছে। আগামীকাল শনিবার বাকি ৭৩ কর্মকর্তার সাক্ষাৎকার নেয়া হবে।
তিনি বলেন, ডিসিদের তালিকা তৈরির জন্য বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের ১৫ এবং ১৭ তম ব্যাচের উপ-সচিবদের ডাকা হয়েছে।
(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এইচআর/জেবি)