প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২১ সেপ্টেম্বর, ২০১৫ ১৮:১৮:৫২
ঢাকা: দুই অতিরিক্ত জেলা প্রশাসককে (এডিসি) পদায়ন এবং তিনজনকে বদলি করা হয়েছে।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: আসলাম হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংএ ন্যাস্ত করা হয়েছে। সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ড. আহমেদ উল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যাস্ত করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বদলির আদেশাধীন মো: মাহবুব হাসান শাহীনকে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের জোনাল এক্সিকিউটিভ অফিসার মো: আশরাফ হোসেনকে ঠাকুরগাও জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
রংপুর জেলা পরিষদের সচিব মোছাম্মৎ আরজু আরা বেগমকে ঠাকুরগাও জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এইচআর/এআর/ঘ.)