ভারমুক্ত হলেন দুই সচিব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ সেপ্টেম্বর, ২০১৫ ১৬:৪৯:৫৩
ঢাকা: ঈদের আগে শেষ কার্যদিবসে প্রশাসনে ভারমুক্ত হলেন দুই মন্ত্রণালয়ের দুই সচিব। এছাড়া ছয় অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব থেকে শাহ কামালকে সচিব করা হয়েছে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব বেগম কানিজ ফাতেমাকে সচিব করা হয়েছে।
এছাড়া প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য পরিক্ষিৎ দত্ত চৌধুরীকে ওএসডি করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব বেগম কানিজ ফাতেমাকে এক আদেশে ওএসডি করা হয়। পরে আরেক আদেশে তাদেরকে সচিব করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এইচআর/জেবি)