বিটিআরসির নতুন চেয়ারম্যান শাহজাহান মাহমুদ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ সেপ্টেম্বর, ২০১৫ ১৭:০৭:২১
ঢাকা: বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হচ্ছেন শাহজাহান মাহমুদ। এই পদে ইকবাল মাহমুদকে নিয়োগের আদেশ দেয়ার এক মাসের মধ্যে তাতে পরিবর্তন এনেছে সরকার।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এই পরিবর্তন আনা হয়।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী শাহজাহান মাহমুদ ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সভাপতি। তিনি সেখানে শাহ মাহমুদ নামে পরিচিত।
বিটিআরসির বর্তমান চেয়ারম্যান সুনীল কান্তি বোসের মেয়াদ আগামী অক্টোবরে শেষ হচ্ছে। তার উত্তরসূরি হিসেবে গত ২৫ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সিনিয়র সচিব ইকবাল মাহমুদের নাম ঘোষণা করা হয়।
বিটিআরসি চেয়ারম্যানের পদটি সচিব পদমর্যাদার হওয়ায় ইকবাল মাহমুদ এতে যোগদানে অনাগ্রহী হওয়ায় বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় ইকবাল মাহমুদকে নিয়োগের আদেশ বাতিল করে। একই সঙ্গে শাহজাহান মাহমুদকে চেয়ারম্যান পদে নিয়োগের আদেশ জারি করে।
(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এইচআর/জেবি)