ঢাকা: প্রশাসনে ছয় অতিরিক্ত সচিব এবং ২২ যুগ্মসচিব পদে ব্যাপক রদবদল করা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নজরুল ইসলামকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে বদলি করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
বঙ্গবন্ধু ফোলোশিপ অনএস.আই.সি.টি প্রকল্পের প্রকল্প পরিচালক বেগম মাহমুদা বিন আরাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত সচিব বেগম গোপা চৌধুরীকে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে আই.এম.ই.ডিতে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সালাহ উদ্দিন আকবরকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত সচিব বেগম শাওলী সুমনকে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। একই মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত সচিব বেগম তন্দ্রা শিকদারকে জাতীয় রাজস্ব বোর্ডের (বোর্ডে প্রশাসন) সদস্য করা হয়েছে।
যুগ্মসচিব পদের কর্মকর্তারা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা যুগ্মসচিব আবু নুর মোহাম্মদ বজলুর রহমানকে দেশের ২৫টি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থাপন শীর্ষক প্রকল্পের পরিচালক করা হযেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা যুগ্মসচিব আমান উল্লাহকে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের পরিচালক করা হয়েছে।
বি.আই ডব্লিউ.টি.এ সদস্য মোহাম্মদ মফিজুল হককে চামড়া শিল্প নগরী শীর্ষক প্রকল্পের পরিচালক করা হয়েছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা যুগ্মসচিব আব্দুল কাইয়ুমকে বি.আই ডব্লিউ.টি.এ সদস্য করা হয়েছে।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে উপপরিচালক এ বি এম ফজলুল রহমানকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে পরিচালক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা যুগ্মসচিব মো. ইকবাল হোসেনকে শিল্পকলা একাডেমির পরিচালক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা যুগ্মসচিব মোহাম্মদ রাশিদুল হাসানকে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের পরিচালক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা যুগ্মসচিব মনোজ মোহন মিত্রকে বাংলাদেশ তাতঁ বোর্ডের সদস্য করা হয়েছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক কামাল উদ্দিনকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সদস্য করা হয়েছে।
রাজশাহী পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক এস এম জাহেদুল করিমকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা কর্মকর্তা এস এম রেজওয়ান হোসেনকে শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার পদে কক্সবাজারে দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা যুগ্মসচিব মিজানুর রহমানকে
বঙ্গবন্ধু ফোলোশিপ অন এস.আই.সি.টি প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।
চামড়া শিল্প নগরী শীর্ষক প্রকল্পের পরিচালক মো. সিরাজুল হায়দারকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়েছে।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মোছা. হাজেরা খাতুনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের বদলির আদেশাধীন যুগ্মসচিব মো. জামাল হোসাইনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়েছে।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সচিব মো. মোজাহিদ হোসেনকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা জগদীশ চন্দ্র বিশ্বাসকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়েছে।
বি,এফ,আই,ডি,সির জিএম এ কে এম মাহবুবুর রহমান জোয়ার্দারকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য এন,এম জাহাঙ্গীর হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়েছে।
রাজশাহী রেশম বোর্ডের সদস্য পদে বদলির আদেশাধীন মলয় কুমার রায়কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
আই,এম,ই,ডির যুগ্ম সচিব পান্না লাল চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এইচআর/জেবি)