শহীদ জিয়া হাসপাতালের পরিচালক প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ অক্টোবর, ২০১৫ ১৮:৪১:৪৫
ঢাকা: বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশাকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ইউনিভাসিটি অব প্রফেশনাল (বিইউপি) এর ডেপুটি রেজিস্টার (প্রশাসন) পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল মুহাম্মদ ইরশাদ হোসেনকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।
(ঢাকাটাইমস/৫অক্টোবর/এইচআর/এমআর)