logo ৩০ এপ্রিল ২০২৫
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সালেহ ভুইয়া
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ অক্টোবর, ২০১৫ ১৭:৪২:৪৮
image

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এস এম এম সালেহ ভুইয়াকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) চিফ হেলথ অফিসার পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


একই সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি চিফ হেলথ অফিসার পদে প্রেষণে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাসুদ আহসানকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে নেয়া হয়েছে।


বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোহাম্মদ ইব্রাহীমকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর রেজিস্ট্রার পদে প্রেষণে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর কর্ককর্তা ব্রিগেডিয়ার জেনারেল মির্জা বাকের সারওয়ার আহমেদকে প্রত্যাহার করা হয়েছে।


(ঢাকাটাইমস/৫অক্টোবর/এইচআর/এমএম)