একদিনের মাথায় মুশতাকের ওএসডি আদেশ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ অক্টোবর, ২০১৫ ১৮:৩১:৫০
ঢাকা: মেডিকেলে ভর্তিচ্ছুদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করা আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ মুশতাক হোসেনের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) আদেশ প্রত্যাহার করা হয়েছে।
আজ মঙ্গলবার ওএসডি আদেশটি বাতিল করে নতুন একটি আদেশ জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মঙ্গলবার।
ডা. মুশতাক রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মেডিকেল সোসিওলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার দায়িত্বে আছেন।
তিনি ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। এরশাদবিরোধী আন্দোলনে তার বিশেষ ভূমিকা রয়েছে।
গত শুক্রবার মেডিকেলে ভর্তিচ্ছুদের আন্দোলনে সংহতি জানিয়েছিলেন ডা. মুশতাক। এর তিন দিনের মাথায় সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় এক আদেশে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠায়। একদিনের মাথায় সেই আদেশ প্রত্যাহার হলো।
(ঢাকাটাইমস/১৩অক্টোবর/জেবি)