মেয়াদ বাড়ল কৃষি ব্যাংকের এমডির
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ অক্টোবর, ২০১৫ ১৮:১৯:০৩
ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ ইউসুফের চাকরির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে তার মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়।
এতে বলা হয়, এম এ ইউসুফের চাকরির বর্ধিত মেয়াদ চলতি বছরের ১ অক্টোবর বা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
তিনি গত বছরের অক্টোবরে কৃষি ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি আনসার ও ভিডিপি ব্যাংকের এমডি ছিলেন।
বর্ধিত মেয়াদে ইউসুফ আগের চুক্তির শর্ত মোতাবেক বেতন ভাতাদি পাবেন।
(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এসবি/জেবি)