প্রশাসনে পদোন্নতি-বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ অক্টোবর, ২০১৫ ১৮:১৯:৪৩
ঢাকা: প্রশাসনে এক উপসচিব পদে পদোন্নতি এবং তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমান ভুঁঞাকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা সহকারী সচিব কে এম সালাহ উদ্দিনকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব-ক্যাডার বহির্ভুত) কর্মকর্তা গাজী গোলাম মোস্তফাকে সহকারী সচিব পদে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বদলি করা হয়েছে।
লালমনিরহাট জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের উপাধ্যক্ষ সুলতান আহমেদকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) ময়মনসিংহ উর্ধ্বতন বিশেষজ্ঞ পদে নিয়োগ দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এইচআর/এমআর)