logo ৩০ এপ্রিল ২০২৫
তিন কর্মকর্তাকে বিইউপিতে প্রেষণে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ অক্টোবর, ২০১৫ ১৯:০৬:৪৩
image

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর তিন কর্মকর্তাকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) তিন পদে নিয়োগ দেয়া হযেছে।


রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল মো. খায়রুল কাদিরকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ডিন পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ নৌ বাহিনীর কর্মকর্তা কমডোর জোবায়ের আহমেদকে একই ইউনিভার্সিটির পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।


বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার কমডোর মোরশেদ হাসান সিদ্দিকীকে বাংলাদেশ ইউনিভাসিটি অব প্রফেশনালস (বিইউপি) এর কন্ট্রোলার অব এক্সাম পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।


(ঢাকাটাইমস/২৫অক্টোবর/এইচআর/এমআর)