logo ৩০ এপ্রিল ২০২৫
অফিস সহায়ককে যুগ্মসচিবের দায়িত্ব!
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ অক্টোবর, ২০১৫ ২২:৫০:৪৮
image

ঢাকা:   শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক মো. আল-আমিনকে শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত করে তাকে যুগ্মসচিবের দায়িত্ব দেয়া হয়েছে। এ বিষয়ে লিখত আদেশও জারি করে শিক্ষা মন্ত্রণালয়।


পরে এটি গোচরে আসলে ওই আদেশ সংশোধন করে শিক্ষা মন্ত্রণালয়।


গত ২৭ অক্টোবর মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক শাখা- ২৩ (প্রশিক্ষণ) এ কর্মরত  মো. আল-আমিনকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে যুগ্ম-সচিব (উন্নয়ন-২) এর দায়িত্ব প্রদান করা হল।


ওই আদেশের নিচে সই রয়েছে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাজিয়া আফরীনের। আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও নির্দেশক্রমে জারি করা হয়েছে এই আদেশ।


শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, একজন অফিস সহায়ককে যুগ্ম-সচিবের দায়িত্ব দিয়ে আদেশ জারি হওয়ায় মন্ত্রণালয়ে হৈ চৈ পড়ে যায়।


বিষয়টি উন্নয়ন-২ শাখার যুগ্ম-সচিব সফিউদ্দিন এবং অন্যদের নজরে এলে ভুল সংশোধন করা হয়।


ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,  মূলত উন্নয়ন-২ শাখায় যুগ্ম-সচিবের দপ্তরের অফিস সহায়ক হিসেবে পদায়নের কথা ছিল আলা-আমিনের। কিন্তু ভুল করে আদেশে তাকে ওই দপ্তরের যুগ্ম-সচিবের’ দায়িত্ব দেওয়ার কথা লেখা হয়। পরে ভুল সংশোধন করা হয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে যুগ্ম সচিব (প্রশাসন) আমিনুল ইসলাম খান কথা বলতে রাজি হননি।


 


জানতে চাইলে আল-আমিন বলেন,  ভুল করে ওই আদেশ জারি হয়েছিল। বিষয়টি নজরে আসার পর আদেশ সংশোধন করা হয়েছে বলে শুনেছি।


(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এমএম)