logo ৩০ এপ্রিল ২০২৫
এডিসি হলেন আট ইউএনও
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ অক্টোবর, ২০১৫ ১৯:০৮:১২
image

ঢাকা: প্রশাসনে আট উপজেলা নির্বাহী অফিসারকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন জেলায় নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া তিন অতিরিক্ত জেলা প্রশাসককে মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


আজ সোমবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে।


কুড়িগ্রাম জেলার রাজিপুর উপজেলা    নির্বাহী অফিসার আব্দুল লতিফ খানকে একই জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) করা হয়েছে।


ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ এমরান হোসেনকে হবিগঞ্জ জেলার এডিসি করা হয়েছে।


ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বশিরুল হক ভুইয়াকে ব্রাক্ষণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।


সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ মমতাজ বেগমকে টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।


টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. সরোয়ার হোসেনকে নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।


সাতক্ষীরা জেলার  কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফারুক আহম্মেদকে রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হযেছে।


পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেনকে শরীয়তপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।


নীলফামারী জেলার কিশোরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার মো, সিদ্দিকুর রহমানকে ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।


খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমানকে পদায়নের জন্য সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।


রাজবাড়ী কালুখালি উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহারকে অতিরিক্ত জেলা প্রশাসক পদমর্যাদায় সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।


নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান ভুইঞাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এইচআর/এমএম)