১৭ উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ নভেম্বর, ২০১৫ ১৯:২৫:২৪

ঢাকা: প্রশাসনে ১৭ উপসচিব পদে বদলি ও পদায়ন করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ মাহবুবুর রহমান ভুইঞাকে প্রধান প্রশিক্ষক-১ হিসাবে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বাংলাদেশ চা বোর্ডের সচিব মো. মাঈন উদ্দিনকে বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের জেনারেল ম্যানেজার পদে নিয়োগ দেয়া হয়েছে।
নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার ঢাকার প্রকল্প পরিচালক বেগম নুরুন নাহার হেনাকে একই প্রকল্পের কাজ সম্পাদনের জন্য সংযুক্তি করা হয়েছে।
উচ্চ শিক্ষা মান উন্নয়ন প্রকল্প ঢাকার রিসার্স অফিসার এ কে এম শহীদুল্লাহকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক করা হয়েছে।
গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোতাহার হোসেনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামকে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. নজরুল ইসলাম সরকারকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. ফারুকুজ্জামানকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব বেগম ফাহমিদা খানমকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের যুগ্ম-পরিচালক মো. মোতাহার হোসেনকে পানি সম্পদ মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মাইনুল হক আনছারীকে অর্থ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা আবু আহমেদ সিদ্দিককে বেসামরিক বিমান পরিবহন ও পযর্টন মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত উপসচিব আব্দুল মান্নানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমানকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে দায়িত্ব পালনে সংযুক্তি দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১নভেম্বর/এইচআর/এমআর)