খুলনায় ভারপ্রাপ্ত মেয়র হলেন আনিসুর রহমান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ নভেম্বর, ২০১৫ ১৩:৩৪:৫৯
খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন প্যানেল মেয়র-১ আনিসুর রহমান বিশ্বাস।
আজ মঙ্গলবার কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ স্বাক্ষরিত এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
ফৌজদারি মামলায় অভিযোগপত্র থাকায় সোমবার বিকালে সিটি মেয়র মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
আনিসুর রহমান বিশ্বাস খুলনা সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। এর আগে তিনি মহানগর যুবদলের সহ-সভাপতি ছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১২ সালের ১৮ নভেম্বর যুবদল থেকে আনিস বিশ্বাসকে বহিষ্কার করা হয়। পরে বিএনপির সব দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয় তাকে।
এদিকে, মঙ্গলবার দুপুরে আনিসুর রহমান বিশ্বাস দায়িত্ব গ্রহণের সময় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৩নভেম্বর/জেবি)