দুই সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ নভেম্বর, ২০১৫ ১৬:৫১:১২
ঢাকা: প্রশাসনের দুই সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন লেজিসলেটিভ ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব শহীদুল হক এবং অবসর উত্তর ছুটি (পিআরএল) ভোগরত সিনিয়র সচিব শেখ আলতাফ আলী।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শহীদুল হককে দুই বছরের জন্য একই পদে মন্ত্রণালয়ে নিয়োগ দেয়া হয়েছে।
অবসর উত্তর ছুটি (পিআরএল) ভোগরত ছুটি বতিল করে সিনিয়র সচিব শেখ আলতাফ আলীকে সরকারি কর্মকমিশনের সদস্য করা পদে নিয়োগ দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/৩নভেম্বর/এইচআর/জেবি)