ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাত জন পরিদর্শককে (ওসি) বদলি করা হয়েছে।
গোয়েন্দা সুত্র জানায়, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই তাদের বদলির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
একই কারণে পুলিশের মাঠ পর্যায়ের অন্তত ৪০ কর্মকর্তাকে পদোন্নতি ও বদলি করা হয়েছে।
এদের মধ্যে সবুজবাগ থানার ওসিকে রামপুরা থানায়, রামপুরার ওসিকে মহানগর গোয়েন্দার পশ্চিম বিভাগে, বংশাল থানার ওসিকে সবুজবাগ থানায়, প্রসিকিউশন বিভাগের ওসিকে বংশাল থানায়, ওয়ারীর ওসিকে সুত্রাপুর থানায়, সুত্রাপুরের ওসিকে মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর বিভাগে এবং ডিবি উত্তর বিভাগের ওসিকে ওয়ারী থানায় বদলি করা হয়েছে।
ঢাকা মহানগর গণমাধ্যম শাখার সহকারী কমিশনার ইফতেখারুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকাটাইমস/৪নভেম্বর/এএ/এআর/ ঘ.)