logo ২৯ এপ্রিল ২০২৫
গ্রেড-১ এর মর্যাদা পেলেন প্রধান তথ্য কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ নভেম্বর, ২০১৫ ১৩:৩৬:৫০
image

ঢাকা:  প্রধান তথ্য কর্মকর্তা পদকে গ্রেড-১ এর মর্যাদা দেয়া হয়েছে। এ ছাড়া সড়ক জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর পদকেও একই মর্যাদা দেয়া হয়। এই দুটি পদ আগে গ্রেড-৩ এর অন্তর্ভূক্ত ছিল।


গতকাল মঙ্গলবারের তারিখে আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।


চলতি বছরের গত ২১ অক্টোবর সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) প্রধান তথ্য কর্মকর্তা ও সড়ক জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর পদকে গ্রেড-১ এর মর্যাদা দেয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালযে পাঠায়। এরপর ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় এই প্রস্তাব অনুমোদন করে।  


(ঢাকাটাইমস/৪নভেম্বর/এইচআর/এমএম)