logo ২৯ এপ্রিল ২০২৫
৯ সিনিয়র সহকারী সচিব পদে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ নভেম্বর, ২০১৫ ১৯:১৭:২৬
image

ঢাকা: প্রশাসনে সিনিয়র সহকারী সচিব পদে বেশ কয়েকজন কর্মকর্তাকে পদায়ন ও বদলি করা হয়েছে।


আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়।


মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব কাজী নুরুল ইসলামকে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পদায়নের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদারকে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পদায়নের চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


নরসিংদী জেলার প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোছা: লুৎফুন নাহার নাজীমকে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


সিনিয়র সরকারী সচিব মোহাম্মদ মিজানুর রহমান ভুইয়াকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপপরিচালক পদে দেয়া হয়েছে।


পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলির আদেশাধীন আবুল বাশার মো. আমির উদ্দীনকে  বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বরিশালে দেয়া হযেছে।


বাংলাদেশ সরকারি মুদ্রাণালয় (বিজিপ্রেস) মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আব্দুল মালেককে বাংলাদেশ সরকারি মুদ্রাণালয় (বিজিপ্রেস) মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক পদে দেয়া হয়েছে।


ভুমি সংস্কার বোর্ডের সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহমেদকে পরবর্তী পদায়নের জন্য চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয়ে শাখায় ন্যস্ত করা হয়েছে।


এনজিও বিষয়ক ব্যুরো এসাইনমেন্ট অফিসার (সিনিয়র সহকারী সচিব) সৈয়দা আমিনা ফাহমিনকে পদায়নের জন্য চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয়ে শাখায় ন্যস্ত করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খোকন কান্তি শাহাকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) উপ-প্রকল্প পরিচালক করা হয়েছে।  


(ঢাকাটাইমস/৮নভেম্বর/এইচআর/এমএম)