logo ২৯ এপ্রিল ২০২৫
৯ কর্মকর্তাকে ইউএনও পদে পদায়ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ নভেম্বর, ২০১৫ ১৯:৫৩:৩৬
image

ঢাকা: প্রশাসনের ৯ কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


এছাড়া একজন ইউএনওকে অতিরিক্ত জেলা প্রশাসক(এডিসি) পদে পদায়ন করা হয়েছে।


আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার শুকরিয়া পারভীনকে বিভাগীয় কমিশনারের কার্যালয় রংপুরে;


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) তোফায়েল হোসেনকে বিভাগীয় কমিশনারের কার্যালয় রংপুরে;


গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার জাকির হোসেনকে বিভাগীয় কমিশনারের কার্যালয় রংপুরে;


চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কামাল মোহাম্মদ রাশেদকে বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহীতে; বগুড়ার কাহালুর সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামানকে বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহীতে ন্যস্ত করা হয়েছে।


এছাড়া গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ নূর হোসেনকে বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশালে;


হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মেহেদী হাছানকে বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশালে;


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) কিসিঞ্জার চাকমাকে  বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশালে এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেটের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ আবদুল ছালামকে বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনায় ন্যস্ত করা হয়েছে।


এছাড়া অপর এক প্রজ্ঞাপনে জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মোহাম্মদ গোলাম কিবরিয়াকে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(এডিসি)করা হয়েছে।


(ঢাকাটাইমস/১৭নভেম্বর/জেবি/এআর/ঘ.)