ময়মনসিংহের বিভাগীয় কমিশনার সালেহ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ নভেম্বর, ২০১৫ ১৬:৫২:৩৭

ঢাকা: নতুন গঠিত ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব জি এম সালেহ উদ্দিন। তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়ে কর্মরত আছেন।
সোমবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর নিকারের বৈঠকে অনুমোদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ ঘোষণা করেন।
শিগগির পুলিশের ডিআইজি নিয়োগ দেয়া হবে এবং পর্যায়ক্রমে অন্য সব অফিসের কার্যালয়ও স্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঢাকা বিভাগকে ভেঙে ময়মনসিংহ বিভাগ গঠন করা হয়। ১৩ হাজার ৬৩১.১২ বর্গকিলোমিটার আয়তনের নতুন এই বিভাগের জনসংখ্যা এক কোটি ১৪ লাখ ৭০ হাজার ৪৭।
ময়মনসিংহ বিভাগের চার জেলার মোট সংসদীয় আসন ২৪টি। এ বিভাগে উপজেলা ৩৫টি, থানা ৩৭টি, পৌরসভা ২৬টি, ইউনিয়ন ৩৫২টি এবং ৭০৩০টি গ্রাম রয়েছে।
চলতি বছরের ২৬ জানুয়ারি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণার সঙ্গে টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলা রেখে ময়মনসিংহ বিভাগ গঠনের প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। তবে চূড়ান্ত অনুমোদনে টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলাকে ঢাকার সঙ্গেই রাখা হয়।
ময়মনসিংহ বিভাগ হওয়ার আগ পর্যন্ত ঢাকা বিভাগে জেলা ছিল ১৭টি। নতুন বিভাগ হওয়ায় ঢাকা বিভাগে এখন জেলার সংখ্যা ১৩টি।
ময়মনসিংহের জেলা প্রশাসক জানান, ময়মনসিংহ জেলা পরিষদ ভবনের বর্তমান দুর্নীতি দমন বিভাগের অফিসের দোতলায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অস্থায়ী কার্যালয় এবং নিচতলায় পুলিশের ডিআইজির অস্থায়ী কার্যালয়ের জন্য স্থান নির্বাচন করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এইচআর/এমআর)