logo ২৬ এপ্রিল ২০২৫
১৫ উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ নভেম্বর, ২০১৫ ১৭:০২:৫৫
image

ঢাকা: প্রশাসনে ১৫ উপসচিব পদে রদবদল করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে।


বেসাময়িক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. নায়েব আলী মন্ডলকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব করা হয়েছে।


অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোস্তাফিজুর রহমানকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সচিব করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. কায়েসুজ্জামানকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক করা হয়েছে।


স্থানীয় সরকার বিভাগের এ কে এম সাহাবুদ্দিনকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে উপপরিচালক করা হয়েছে।


টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসার মো. মতিউল ইসলামকে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কাযালয়ে উপ-ওয়াকফ প্রশাসক করা হয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব বেগম রুখসানা হাসিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা ড. নাহিদ হোসেনকে বিদ্যুৎ বিভাগের উপসচিব করা হয়েছে।


ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের পরিচালক বেগম নুরুন আখতারকে বিদ্যুৎ বিভাগে দেয়া হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হাবিব মো. হালিমুজ্জামানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া হয়েছে।


রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের উপসচিব বেগম হাফছা হাছিনাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মহিউদ্দিন আহমেদ খানকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মুল্যায়ন বিভাগে বদলি করা হয়েছে।


বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এ এইচ এম আহসানকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে দেয়া হয়েছে।


পরিসংখ্যন ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব তপন কুমার সাহাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা উপসচিব হাফসা বেগমকে বাণিজ্য মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।


(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এইচআর/এমআর)