logo ২৫ এপ্রিল ২০২৫
ভোলার ভেদুরিয়ার ইউপি চেয়ারম্যান বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ নভেম্বর, ২০১৫ ১৬:৫৫:২৮
image

ঢাকা: ভোলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সরোয়ার উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার বিভাগের এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।


তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এছাড়া মসজিদের ইমামকে নির্যাতনের অভিযোগও আছে। গত বছরের নভেম্বরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।


স্থানীয় সূত্র জানায়, গত বছরের ৩ নভেম্বর ভেদুরিয়া ইউনিয়নের ইমাম সমিতির সভাপতি ও চান মাঝির হাট জামে মসজিদের ইমাম মাওলানা কাজী ফিরোজ আহমেদকে আটকে তার ওপর নির্যাতন চালান চেয়ারম্যান। ওই রাতেই চেয়ারম্যানকে আটকের পর মঙ্গলবার পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠায়। নির্যাতনের শিকার মাওলানা কাজী ফিরোজ আহমেদ জানান, ওই দিন রাতে মাঝিরহাট ইদ্রিস মৃধার বাড়িতে ধনিয়া গ্রামের হোসনে আরার সঙ্গে বাপ্তা ইউনিয়নের এক মেম্বারের বিয়ে পড়ানোর জন্য তাকে খবর দেওয়া হয়। পাত্রীর জন্মনিবন্ধন সনদ ও অভিভাবক সঙ্গে না থাকায় বিয়ে না পড়িয়ে চলে আসেন। মাঝিরহাট বাজারের কাছে চেয়ারম্যান সরোয়ার উদ্দিন তার পথরোধ করে অশালীন ভাষায় গালমন্দের এক পর্যায়ে তার কাছে চাঁদা দাবি করেন। পরে তাকে মারধর করে ইউনিয়ন পরিষদে নিয়ে আটকে রাখেন।


(ঢাকাটাইমস/ ৩০ নভেম্বর/ এইচএফ)