logo ২৫ এপ্রিল ২০২৫
বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মাহবুব প্রশিক্ষক পদে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ ডিসেম্বর, ২০১৫ ২০:০৪:৫৯
image

ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা স্কোয়াড্রন লিডার মো. মাহবুব আলমকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের প্রশিক্ষক পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।


আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এছাড়া বিভিন্ন পদে বেশ কয়েকজন কর্মকর্তাকে রদবদল ও নিয়োগ দেয়া হযেছে। তারা হলেন, বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার কমডোর মো. আমিনুল ইসলামকে বাংলাদেশ ইউনিভাসিটি অব প্রফেশনালস (বিইউপি) ডাইরেক্টর পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।


 বাংলাদেশ ইউনিভাসিটি অব প্রফেশনালস (বিইউপি) সহযোগী অধ্যাপক বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল খন্দকার জহিরুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।


বাংলাদেশ ইউনিভাসিটি অব প্রফেশনালস (বিইউপি) ডিন পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার কমডোর সৈয়দ মোহাম্মদ গোলাম ইয়াজদানীকে প্রত্যাহার করা হয়েছে।


কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. আরিফুল ইসলামকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার পদে বদলি করা হয়েছে।


(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এইচআর/জেবি)