logo ২৫ এপ্রিল ২০২৫
পাঁচ সচিব পদে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ ডিসেম্বর, ২০১৫ ১৫:২৫:১৬
image

ঢাকা: প্রশাসনে পাঁচ কর্মকর্তাকে সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।


আজ বুধবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।


বিসিকের চেয়ারম্যান আহমেদ হোসেন খানকে পরিকল্পনা কমিশনের সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়), বাংলাদেশ বেতারের মহাপরিচালক আখতার উদ্দিন আহম্মেদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, এনজিও ব্যুরোর মহাপরিচালক নুরুন্নবী তালুকদারকে পিএসসি সচিব (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়), মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) চেয়ারম্যান বেগম শাহীন খানকে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়), স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়কে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।


(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এইচআর/জেবি)