logo ২৫ এপ্রিল ২০২৫
১২ কর্মকর্তাকে সিলেকশন গ্রেড প্রদান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ ডিসেম্বর, ২০১৫ ১৮:২২:২২
image

ঢাকা: প্রশাসনে ১২ কর্মকর্তাকে সিলেকশন গ্রেড প্রদান করা হয়েছে।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


সিলেকশন গ্রেডপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- লক্ষীপুর জেলা পরিষদের সচিব মো. লুৎফর রহমান, ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের প্রথম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পাবনা পাকশী বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদ, কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব কুমার দেবনাথ, সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মুনীর উদ্দিন, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের উপ-পরিচালক মো. লোকমান আহমেদ, জনপ্রশাসনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসির উদ্দিন মিয়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম আয়েশা আক্তার, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম মাহবুবা বিলকিস, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম নাসরিন পারভীন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবুল কালাম আজাদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম নাছিমা খানম।


(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এইচআর/এমআর)