সংসদের আবাসিক মেডিকেল অফিসার সাবিনা পারভীন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ ডিসেম্বর, ২০১৫ ১৮:১৮:০০
ঢাকা: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পারতিল্লী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাবিনা পারভীনকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আবাসিক মেডিকেল সেন্টারের অফিসার পদে বদলি করা হয়েছে।
আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মো, আকবর হোসাইনকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সিনিয়র অর্থ নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-অর্থ নিয়ন্ত্রক (পূর্ত) বেগম মানসুরীন খান চৌধুরীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব পদে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এইচআর/এমএম)