অবসরে গেলেন সচিব নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ ডিসেম্বর, ২০১৫ ১৭:১০:০১
ঢাকা: চাকরির মেয়াদকাল শেষ করে আজ রবিবার আনুষ্ঠানিকভাবে অবসরে গেছেন মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব নজরুল ইসলাম।
মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সচিবদের যোগদান ও অবসরে যাওয়ার তালিকা অনুযায়ী ৬ ডিসেম্বর নজরুল ইসলামের অবসরপূর্ব ছুটিতে যাওয়ার কথা ছিল।
সম্প্রতি তিনজন সচিবের অবসরপূর্ব ছুটি বাতিল করে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তবে নজরুল ইসলামকে এ ধরনের কোনো নিয়োগ দেয়া হচ্ছে না বলে মন্ত্রণালয় সূত্র জানায়।
নজরুল ইসলাম ১৯৮৩ সালের ১ সেপ্টেম্বর সরকারি চাকরিতে যোগ দেন । এ বছরের ২ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব হিসেবে দায়িত্ব পান তিনি।
(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এইচআর/মোআ)