খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন ব্রি. জেনারেল আহসানুল হক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ ডিসেম্বর, ২০১৫ ১৮:৪৮:৩৩

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসানুল হক মিয়াকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে প্রেষণে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সামছুল আালম খানকে বাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ ছাড়া আরও কয়েকটি পদে সেনা, নৌ ও বিমানবাহিনীর কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুল আলমকে আনসার ও ভিডিপি অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। বর্তমান অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জসীম উদ্দিনকে বাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।
মেজর রেজা হাসান রানাকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) এমটিও পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে মেজর শেখ মো. ইউসুফ রেজাকে।
বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে থাকা মেজর মো. মাসুদ রানাকে প্রত্যাহার করে সেখানে নিয়োগ দেয়া হয়েছে মেজর সিরাজুল ইসলাম উকিলকে।
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার(এনটিএমসি)সহকারী সিস্টেম ইঞ্জিনিয়ার পদে প্রেষণে কর্মরত মেজর মোহাম্মদ আজিজুর রউফকে প্রত্যাহার করা হয়েছে।
কর্নেল মো জাহাঙ্গীর আলমকে খুলনার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দিয়ে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে কর্নেল কাজী শাহাবুদ্দিন আহেমেদকে
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে প্রেষণে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগ্রেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে প্রেষণে থাকা বিগ্রেডিয়ার জেনারেল মো. মোয়াজ্জম হোসেনকে প্রত্যাহার করে সেখানে নিয়োগ দেয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলামকে।
নৌবাহিনীর লেফটেন্যান্ট এম সাইফুল ইসলামকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ড্রেজার খনক সহকারী ডেজিং মাস্টার পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। সেখান থেকে লেফটেন্যান্ট এম আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
বিমানবাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন মোল্লা নজরুল ইসলামকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে হেড অব দ্য বিএ/(ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স) পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এইচআর/মোআ)