logo ২৫ এপ্রিল ২০২৫
অর্থসচিব মাহবুব আহমেদকে চুক্তিভিত্তিক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ ডিসেম্বর, ২০১৫ ১৩:১৪:৫৫
image

ঢাকা: অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাহবুব আহমেদের অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে আগামী ৩০ ডিসেম্বর থেকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তাকে অর্থবিভাগে পদায়ন করা হল।


এছাড়া চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মুহাম্মদ আব্দুল্লাহ- কে বিসিএস প্রশাসন একাডেমির ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় রেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/এইচআর/এমআর)