logo ০২ মে ২০২৫
দপ্তর পেলেন আরও ৪ অতিরিক্ত সচিব
বিয়ামের নতুন ডিজি নুরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ ডিসেম্বর, ২০১৫ ১৭:৫২:৩২
image

ঢাকা:অতিরিক্ত সচিব মো. নুরুল ইসলামকে বিয়ামের মহাপরিচালক করা হয়েছে। এ ছাড়া ওএসডিকৃত আরও চার অতিরিক্ত সচিবকে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।এই পাঁচ অতিরিক্ত সচিবই জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি ছিলেন।


আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।  


এদের মধ্যে মো. হুমায়ুন কবিরকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মো. গোপাল কৃষ্ণ ভট্টাচার্যকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মো. আবুল কালাম আজাদকে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এবং বেগম মাহমুদা শারমীন বেনুকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।


এছাড়া আরও ছয় অতিরিক্ত সচিবকে পি.আর.এলএ যাওয়ার সুবিধার্থে ওএসডি করা হয়েছে।


এরা হচ্ছেন-বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আব্দুল জলিল মিঞা, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক মজিবুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নুর হোসেন, এস্টাব্লিসমেন্ট অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. এমদাদুল হক, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনার  পরিচালক ধীরেন্দ্র নাথ সরকার এবং জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এ ওয়াই এম গোলাম কিবরীয়া।


(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এইচআর/এআর / ঘ.)