চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
১৭ ডিসেম্বর, ২০১৫ ১৩:৪৩:১৩
ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত ফাইলে সই করেছেন বলে জানা গেছে। এর ফলে আগামী ২০১৯ সালের ছয় জানুয়ারি পর্যন্ত তাঁর চাকরির মেয়াদ বাড়ছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী বছরের ৬ জানুয়ারি তার চাকরির মেয়াদ শেষে হওয়ার কথা। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার ফলে তাকে আর অবসরে যেতে হচ্ছে না। খুব শীঘ্রই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের দায়িত্ব পালনের আগে আবুল কালাম আজাদ এই কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব ছিলেন।
২০১৪ সালের ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পান তিনি।
এর আগে আবুল কালাম আজাদ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন।
১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের কর্মকর্তা আজাদের জন্ম ১৯৫৭ সালের ৭ জানুয়ারি, জামালপুরে।
(ঢাকাটাইমস/ ১৭ ডিসেম্বর /এইচআর /এআর / ঘ.)