logo ২৫ এপ্রিল ২০২৫
মেজর জেনারেল শাহিদুল লিবিয়ায় রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ ডিসেম্বর, ২০১৫ ১৮:৪২:২৯
image

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মো. শাহিদুল হককে লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।


এ ছাড়া পুলিশসহ প্রশাসনের আরও তিন কর্মকর্তাকে অবসর-উত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে বিভিন্ন মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।


আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


মেজর জেনারেল মো. শাহিদুল হকের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, “অবসর-উত্তর ছুটি (পিআরএল) ভোগরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মো. শাহিদুল হককে তার অবসর-উত্তর ছুটি বাতিলের শর্তে ২১ ডিসেম্বর যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য নিয়োগ দেয়া হলো।”


অন্য নিয়োগগুলোর মধ্যে বাংলাদেশ পুলিশের পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. আবু বকর সিদ্দিককে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি বাতিলের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপসহকারী   পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।


অবসর-উত্তর ছুটি (পিআরএল) ভোগরত চিকিৎসক ডা. স্মেহ কান্তি চাকমাকে  এক বছর মেয়াদে রাঙামাটির সিভিল সার্জন পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।


পদ্মা বহুমখী সেতু প্রকল্পের পরিচালক পদে প্রকৌশলী মো. শফিকুল ইসলামের চুক্তির মেয়াদ  আগামী ২ জানুয়ারি থেকে দুই বছরের জন্য বাড়ানো হয়েছে। এর আগে ২০১৩ সালের ১ ডিসেম্বর তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।


(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এইচআর/মোআ)