বেতারের মহাপরিচালক হচ্ছেন নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ ডিসেম্বর, ২০১৫ ২০:১১:৩৭
ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব মো. নজরুল ইসলামকে বাংলাদেশ বেতারের মহাপরিচালক করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সার-সংক্ষেপ সই হলে যে কোনো সময় প্রজ্ঞাপন জারি করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে। উপ-প্রেস সচিব মো. নজরুল ইসলাম তথ্য ক্যাডারের একজন কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়। এর পর থেকে বাংলাদেশ বেতারের মহাপরিচালক পদ শূন্য রয়েছে।
(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/এইচআর/এমএম)