যুগ্মসচিব জগদীশ চন্দের সংযুক্তির আদেশ বাতিল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ ডিসেম্বর, ২০১৫ ১৯:৩৯:৪২
ঢাকা: যুগ্মসচিব জগদীশ চন্দ্র বিশ্বাসের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংযুক্তির আদেশ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি করা হয়েছে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও শিশু সার্জারি বিভাগের চিকিৎসক (ওএসডি) ডা: এ কে এম সামসুদ্দিনকে বর্ডার গার্ড হাসপাতালের কনসালট্যান্ট (সার্জারী) পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
তেজগাঁও সড়ক ও জনপথ অধিদপ্তরের সরঞ্জাম নিয়ন্ত্রণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ আখতারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/এইচআর/এমএম)