চট্টগ্রাম বিভাগের কমিশনার রুহুল আমিন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ ডিসেম্বর, ২০১৫ ২০:৪৬:৩০
ঢাকা: চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন পেট্রোবাংলার পরিচালক (অতিরিক্ত সচিব) মো. রুহুল আমিন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
রুহুল আমিন বিসিএস ১৯৮৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মুহাম্মদ আবদুল্লাহকে ১৩ ডিসেম্বর ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর নিয়োগ করা হয়।
অপর এক আদেশে রাজশাহীর জোনাল সেটেলমেন্ট অফিসার (যুগ্ম সচিব) মোহাম্মদ মমিনুর রহমানকে বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয কমিশনার এবং সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরীকে ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয কমিশনার নিযোগ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/মোআ)