প্রশাসনে পাঁচ অতিরিক্ত সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ ডিসেম্বর, ২০১৫ ১৬:৫০:০৯
ঢাকা: প্রশাসনে পাঁচ অতিরিক্ত সচিব পদে রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক মো. মাহফুজার রহমান সরকারকে ওএসডি করা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. জিন্নাতুল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল এর মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী, সংস্কৃতি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব বেগম মাহবুবা মশকুরকে ওএসডি করা হয়েছে।
এছাড়া বিপিএটিসিতে বদলির আদেশাধীন অতিরিক্ত সচিব ড. কাজী লিয়াকত আলীকে ওএসডি করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এইচআর/এমআর)